প্রতিদিন তো অনেক সাইটই ব্রাউজ করেন। কিন্তু বিশ্বের প্রথম ওয়েব সাইটটি কি কখনো ব্রাউজ করেছন? জানেন কে ওয়েবের আবিষ্কারক?
সত্যিই, এ এক অসাধারন অভিজ্ঞতা! মনে হল দেড় যুগ পেছনে ফিরে গেলাম।
টিম বারনার্স লি, যিনি আমাদের কাছে খুব একটা পরিচিত নাম নন। হ্যা, তিনিই ওয়েবের উদ্ভাবক এবং বিশ্বের প্রথম ওয়েব সাইটের নির্মাতা। অত্যন্ত সাদামাটা একজন মানুষ। যিনি চাইতেন বিশ্বের সবাই এটা ব্যবহার করুক। ফলে তিনি ওয়েবের জন্য কোন প্যাটেন্ট নেননি! বর্তমানে সাদামাটা জীবনযাপন করছেন। তাঁর প্রতি শ্রদ্ধা।
তাহলে এখনই ঘুরে আসুন বিশ্বের প্রথম ওয়েব সাইট…
http://info.cern.ch
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন