রবিবার, ১৫ মে, ২০১১

মজার খবর

বৃটেনের নারীরা তাদের ভ্যানিটি ব্যআগে গড়্ব ৫৭ পাউন্ডের ( প্রায় ৬৪৪০ টাকা ) কসমেটিকস বহন করে নতুন এক জরোপে দেখা যায়, চলমান অর্থনৈতিক সংকটের মধ্যেও বৃটিশ নারীরা মেকআপ বাবদ মাসে ১১০ কোটি পাউন্ড ব্যয় করে কসমেটি ফার্ম ‘অ্যাভন’ সম্প্রতি এক হাজার নারীর ওপর জরিপ চালিয়ে এ তথ্য খুঁজে পায় জরোপে অংশ নেয়া ৬২ শতাংশ নারী বলেন, মেকআপের জন্য মাশকারা অপরিহার্য্য আর ৩৮ শতাংশ বলেন, লিপষ্টিক ছাড়া একটি দিনও কল্পনা করা যায় না এরপর তৃতীয় স্থান দখল করেছে মেকআপ ‘ফাউন্ডেশন’ ৩৭ শতাংশ নারী জানান, এটা তাদের চাই-ই চাই জরিপে দেখা যায়, ১৬ থেকে ২৪ বছর নারীরা গড়ে ৬৯ পাউন্ডের এবং ২৫ থেকে ৩৪ মছর বয়সীরা মেকআপের জন্য গড়ে ৭১ পাউন্ডের কসমেটিকস ব্যবহার করেন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন