আমরা যারা ইনটারনেট ব্রাউজ করি তাদের জন্য স্পীড খুবই জরুরী এবং এর জন্য আমরা mogila,Google Corm, Internet Explore নাসক বিভিন্ন Explore ব্যবহার করি, সেক্ষেত্রে safari নাসক একটি Explore আছে যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান apple. এটি ব্যবহার করতে পারেন অন্যান্ন ব্রাউজারের চেয়ে অনেক ভাল স্পীড পাবেন। যেহেতু জিপি এডজ ব্যবহার করে ভাল স্পীড পেয়েছি এবং আশাকরি অপনারাও পাবেন। ডাউনলোড করতে,
=http://www.apple.com/safari/download[/url] এখানে
রবিবার, ১৫ মে, ২০১১
বিশ্বের প্রথম ওয়েব সাইটটি ব্রাউজ করেছেন কি?
প্রতিদিন তো অনেক সাইটই ব্রাউজ করেন। কিন্তু বিশ্বের প্রথম ওয়েব সাইটটি কি কখনো ব্রাউজ করেছন? জানেন কে ওয়েবের আবিষ্কারক?
সত্যিই, এ এক অসাধারন অভিজ্ঞতা! মনে হল দেড় যুগ পেছনে ফিরে গেলাম।
টিম বারনার্স লি, যিনি আমাদের কাছে খুব একটা পরিচিত নাম নন। হ্যা, তিনিই ওয়েবের উদ্ভাবক এবং বিশ্বের প্রথম ওয়েব সাইটের নির্মাতা। অত্যন্ত সাদামাটা একজন মানুষ। যিনি চাইতেন বিশ্বের সবাই এটা ব্যবহার করুক। ফলে তিনি ওয়েবের জন্য কোন প্যাটেন্ট নেননি! বর্তমানে সাদামাটা জীবনযাপন করছেন। তাঁর প্রতি শ্রদ্ধা।
তাহলে এখনই ঘুরে আসুন বিশ্বের প্রথম ওয়েব সাইট…
http://info.cern.ch
সত্যিই, এ এক অসাধারন অভিজ্ঞতা! মনে হল দেড় যুগ পেছনে ফিরে গেলাম।
টিম বারনার্স লি, যিনি আমাদের কাছে খুব একটা পরিচিত নাম নন। হ্যা, তিনিই ওয়েবের উদ্ভাবক এবং বিশ্বের প্রথম ওয়েব সাইটের নির্মাতা। অত্যন্ত সাদামাটা একজন মানুষ। যিনি চাইতেন বিশ্বের সবাই এটা ব্যবহার করুক। ফলে তিনি ওয়েবের জন্য কোন প্যাটেন্ট নেননি! বর্তমানে সাদামাটা জীবনযাপন করছেন। তাঁর প্রতি শ্রদ্ধা।
তাহলে এখনই ঘুরে আসুন বিশ্বের প্রথম ওয়েব সাইট…
http://info.cern.ch
গণিতের আরেকটি মজার খেলা
৯৯৯৯৯৯ কে ৭ দিয়ে ভাগ করুন। উত্তরটি হবে একটি রহস্যময় সংখ্যা! ডিজিটগুলো খেয়াল রাখুন। এবার ১ থেকে ৬ পর্যন্ত যে কোনো সংখ্যা নিয়ে তাকে ওই ভাগফল দিয়ে গুণ করুন। ডিজিটগুলোকে ছোট থেকে বড় পর্যন্ত ক্রমানুসারে সাজান। এভাবে ১ থেকে ৬ দিয়ে ভাগফল ৬ বার গুণ দিয়ে পাওযা ৬ টি সংখ্যাকে এভাবে সাজান। কি দেখছেন ?
মজার খবর
বৃটেনের নারীরা তাদের ভ্যানিটি ব্যআগে গড়্ব ৫৭ পাউন্ডের ( প্রায় ৬৪৪০ টাকা ) কসমেটিকস বহন করে নতুন এক জরোপে দেখা যায়, চলমান অর্থনৈতিক সংকটের মধ্যেও বৃটিশ নারীরা মেকআপ বাবদ মাসে ১১০ কোটি পাউন্ড ব্যয় করে কসমেটি ফার্ম ‘অ্যাভন’ সম্প্রতি এক হাজার নারীর ওপর জরিপ চালিয়ে এ তথ্য খুঁজে পায় জরোপে অংশ নেয়া ৬২ শতাংশ নারী বলেন, মেকআপের জন্য মাশকারা অপরিহার্য্য আর ৩৮ শতাংশ বলেন, লিপষ্টিক ছাড়া একটি দিনও কল্পনা করা যায় না এরপর তৃতীয় স্থান দখল করেছে মেকআপ ‘ফাউন্ডেশন’ ৩৭ শতাংশ নারী জানান, এটা তাদের চাই-ই চাই জরিপে দেখা যায়, ১৬ থেকে ২৪ বছর নারীরা গড়ে ৬৯ পাউন্ডের এবং ২৫ থেকে ৩৪ মছর বয়সীরা মেকআপের জন্য গড়ে ৭১ পাউন্ডের কসমেটিকস ব্যবহার করেন
১০ টি মজার তথ্য
• ১. POP MUSIC শব্দটি হলো Popular Music এর সংক্ষিপ্ত রুপ।
২. FORTNIGHT শব্দটি এসেছে Fourteen Nights থেকে। যার অর্থ দুই সপ্তাহ।
৩. আমরা সবাই জানি NEWS শব্দের অর্থ হলো সংবাদ, বার্তা, খবর। যা আসে চার দিক থেকেঃ (N)orth, (E)ast, (W)est, (S)outh
৪. JEEP গাড়ি প্রথম তৈরি করা হয় ২য় বিশ্ব যুদ্ধের সময়। তখন এর নাম ছিলো “Gerenal Purpose Vehicle” -> GP. কালক্রমে GP শব্দটি পরিবর্তিত হয় JEEP এ।
৫. আমাদের দেহের সবচাইতে শক্তিশালী মাংসপেশি হলো জিহবা।
৬. কিবোর্ডের শুধু মাত্র একটি সারির অক্ষরগুলো ব্যবহার করে লেখা সবচাইতে বড় শব্দটি হলো TYPEWRITER
৭. তাস খেলার চার রাজা ইতিহাসের বিখ্যাত চারজন রাজার পরিচয় বহন করে।
স্পেডসঃ কিং ডেভিড
ক্লাবসঃ অ্যালেকজেন্ডার দি গ্রেট
হার্টসঃ চার্লস দি গ্রেট
ডায়মন্ডসঃ জুলিয়াস সিজার
৮. সকল মেরু ভাল্লুক বাম হাতি।
৯. প্রজাপতি তার পায়ের সাহায্যে স্বাদ গ্রহন করে।
১০. কোনো কিছুর সাহায্যে ছাড়া, আপনি নিজের শ্বাস বন্ধ রেখে মৃত্যুবরন করতে পারবেন না।
তাই এবার দম নিয়ে একটু কাশুন
২. FORTNIGHT শব্দটি এসেছে Fourteen Nights থেকে। যার অর্থ দুই সপ্তাহ।
৩. আমরা সবাই জানি NEWS শব্দের অর্থ হলো সংবাদ, বার্তা, খবর। যা আসে চার দিক থেকেঃ (N)orth, (E)ast, (W)est, (S)outh
৪. JEEP গাড়ি প্রথম তৈরি করা হয় ২য় বিশ্ব যুদ্ধের সময়। তখন এর নাম ছিলো “Gerenal Purpose Vehicle” -> GP. কালক্রমে GP শব্দটি পরিবর্তিত হয় JEEP এ।
৫. আমাদের দেহের সবচাইতে শক্তিশালী মাংসপেশি হলো জিহবা।
৬. কিবোর্ডের শুধু মাত্র একটি সারির অক্ষরগুলো ব্যবহার করে লেখা সবচাইতে বড় শব্দটি হলো TYPEWRITER
৭. তাস খেলার চার রাজা ইতিহাসের বিখ্যাত চারজন রাজার পরিচয় বহন করে।
স্পেডসঃ কিং ডেভিড
ক্লাবসঃ অ্যালেকজেন্ডার দি গ্রেট
হার্টসঃ চার্লস দি গ্রেট
ডায়মন্ডসঃ জুলিয়াস সিজার
৮. সকল মেরু ভাল্লুক বাম হাতি।
৯. প্রজাপতি তার পায়ের সাহায্যে স্বাদ গ্রহন করে।
১০. কোনো কিছুর সাহায্যে ছাড়া, আপনি নিজের শ্বাস বন্ধ রেখে মৃত্যুবরন করতে পারবেন না।
তাই এবার দম নিয়ে একটু কাশুন
আপনার ইন্টারেনেট স্পিড(৭৫%) বাড়িয়ে নিন সবার আগে
১ . মোজিলা ওপেন করুন
২ . এড্রেসবারে টাইপ করুন “about:config”
৩। ম্যাসেজ আসবে yes ক্লিক করুন
৪। এই লেখাটি খুজুন “network.http.pipelining” এবং Valu তে False থাকলে ডাবলক্লিক করে True করুন
৫। এই লেখাটি খুজুন “network.http.proxy.pipelining” এবং Valu তে False থাকলে ডাবল ক্লিক করে True করুন
৬। মাউসের রাইট বাটন ক্লিক করুন > new > Integer তে ক্লিক করুন
৭। ইনপুট বক্সে টাইপ করুন “nglayout.initialpaint.delay” OK ক্লিক করুন,ইনপুট বক্সে টাইপ করুন “0″ এবং OK ক্লিক করyন
৮। মজিলা রিস্টাট্রাট করুন এবং উপভোগ করুন ৭৫% বেশি স্পিড
২ . এড্রেসবারে টাইপ করুন “about:config”
৩। ম্যাসেজ আসবে yes ক্লিক করুন
৪। এই লেখাটি খুজুন “network.http.pipelining” এবং Valu তে False থাকলে ডাবলক্লিক করে True করুন
৫। এই লেখাটি খুজুন “network.http.proxy.pipelining” এবং Valu তে False থাকলে ডাবল ক্লিক করে True করুন
৬। মাউসের রাইট বাটন ক্লিক করুন > new > Integer তে ক্লিক করুন
৭। ইনপুট বক্সে টাইপ করুন “nglayout.initialpaint.delay” OK ক্লিক করুন,ইনপুট বক্সে টাইপ করুন “0″ এবং OK ক্লিক করyন
৮। মজিলা রিস্টাট্রাট করুন এবং উপভোগ করুন ৭৫% বেশি স্পিড
সোমবার, ১০ জানুয়ারী, ২০১১
পিসিতে পেন ড্রাইভের ব্যবহার বন্ধ করবেন যেভাবে
বর্তমানে ভাইরাস ছড়ানোর অন্যতম মাধ্যম হল পেন ড্রাইভ। অনেক সময় দেখা যায়, আপনার অনুমতি ছাড়াই কেউ হয়ত আপনার পিসিতে পেন ড্রাইভ লাগিয়েছে এবং এর ফলে আপনার পিসি ভাইরাস আক্রান্ত হয়ে গেছে। তাই অনাক্ষাংকিত কেউ যাতে আপনার পিসিতে পেন ড্রাইভ ব্যবহার করতে না পারে সে জন্য আপনি পিসিতে একটা ছোট কাজ করতে পারেন। এর ফলে আপনার পিসিতে পেন ড্রাইভ লাগালে ও তা শো করবে না। এজন্য যা করতে হবে:
১. প্রথমে Start এ গিয়ে Run এ যান এবং regedit লিখে এন্টার দিন।
২. HKEY_LOCAL_MACHINE → System → Current Control Set → Services → usbstor এ যান
৩. Start ওপেন করে ভ্যালু ৩ থাকলে ৪ করে দিন।
আপনার পেন ড্রাইভ ব্যবহারের প্রয়োজন হলে ভ্যালুটাকে আবার ৩ করে দিলেই হবে।
১. প্রথমে Start এ গিয়ে Run এ যান এবং regedit লিখে এন্টার দিন।
২. HKEY_LOCAL_MACHINE → System → Current Control Set → Services → usbstor এ যান
৩. Start ওপেন করে ভ্যালু ৩ থাকলে ৪ করে দিন।
আপনার পেন ড্রাইভ ব্যবহারের প্রয়োজন হলে ভ্যালুটাকে আবার ৩ করে দিলেই হবে।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)