ফ্যাক্স একটি পরিচিত শব্দ যার মাধ্যমে আমরা তাৎক্ষনিক একজনের তথ্য অন্যজনের কাছে পৌছে দেয়ার জন্য ব্যবহার করে থাকি। তবে এই ফ্যাক্স মেশিন সব জায়গাতেই পাওয়া যায় না আর পাওয়া গেলেও বাড়তি অর্থ গুনতে হয়। মূলত এই কারনেই এই পোষ্টটি করার উদ্দেশ্য। বিশেষকরে যারা কোন কোম্পানীর সাথে যোগাযোগ রক্ষা করতে হয় তাদের এই ফ্যাক্স সবচেয়ে বেশী প্রয়োজন কেননা ওই কোম্পানী তো আর তার জন্য সবসময় মেইল চেক বা চ্যাটে বসে থাকবে না।
নীচে দেওয়া হল কয়েকটি ফ্রি ফ্যাক্স পাঠানোর সাইটের ঠিকানা:
01. www.freepopfax.com
02. faxzero.com
03. sendfreefax.net/send-free-fax-bangladesh এই সাইট থেকে বাংলাদেশে পাঠানো যায়.
Thanks PULOK
উত্তরমুছুন